‘অপারেশন ডেভিল হান্ট’ সিলেট নগরীতে রাতভর অভিযানে আ.লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার

সিলেট

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ধরা পড়েছেন আরও সাতজন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল। তিনি জানান, মঙ্গলবার রাতভর নগরজুড়ে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট নগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬),  ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান ও ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ইয়ামিন আহমদ (২৪)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *