কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য গত বছর নিজেদের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করেছিল অ্যাপল। সংস্করণটি চালু হলে সিরির বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়তার পরিধি আরও বিস্তৃত হতো।
এর ফলে আইফোন ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপের সঙ্গেই ভার্চ্যুয়াল সহকারীর বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারতেন। কিন্তু সিরির নতুন সংস্করণের উন্নয়নকাজ শেষ করতে না পারায় ২০২৬ সালের আগে এটি চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছে অ্যাপল।
সিরির বিষয়ে অ্যাপলের মুখপাত্র জ্যাকলিন রয় বলেন, ‘নতুন ফিচারগুলো বাস্তবায়ন করতে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আশা করছি, আগামী বছর এগুলো পর্যায়ক্রমে উন্মোচন করা সম্ভব হবে।’
এর আগে গত ২১ ফেব্রুয়ারি অ্যাপল জানিয়েছিল, আগামী কয়েক মাসের মধ্যে অ্যাপল ইন্টেলিজেন্সে আরও উন্নত ফিচার যুক্ত করা হবে, যার মধ্যে সিরির নতুন সংস্করণও থাকবে।
সিরির হালনাগাদ সংস্করণ উন্মুক্তের সময় পেছানো অ্যাপলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো একের পর এক নতুন প্রযুক্তিসেবা উন্মোচন করছে।
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, সম্প্রতি উন্মুক্ত করা জিপিটি ৪.৫ এআই মডেলটি এখন পর্যন্ত ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। অন্যদিকে অ্যামাজনও তাদের সহকারী অ্যালেক্সার নতুন সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে। যদিও সেটি এখনো বাজারে আসেনি। গুগলও তাদের এআই সহকারী জেমিনি আরও উন্নত করতে কাজ করছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে বেশ পিছিয়ে পড়বেন আইফোন ব্যবহারকারীরা।
গত বছরের অক্টোবর মাসে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স উন্মুক্ত করেছে অ্যাপল। ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে সমন্বয় করতে সক্ষম অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে।
সূত্র : নিউজ ১৮
শেয়ার করুন