আগ্নেয়াস্ত্রসহ ও মাদকসহ গ্রেফতার-৩

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ (২০ জুলাই) বুধবার দুপুরে যশোরে ওয়ান সুটারগান, গুলি, ককলেট ও ফেনসিডিলসহ মোঃ সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বির(২০), মোঃ সাকিব হাসান (২৩) ও মোঃ ইব্রাহিম হোসেন ডলার (২৭) কে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টীম।
আটককৃত সাব্বির যশোর সদর উপজেলার শংকরপুরের মোঃ খোকনের, সাকিব একই থানার সুজালপুর ১ নং আদর্শপাড়ার মৃত আতিয়ার রহমানের ও ইব্রাহিম পুলের হাটের তপস্বীডাঙ্গার মৃত বাচ্চু মিয়ার ছেলে।
আজ যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপেন কুমার সরকার, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত শেখ মনিরুজ্জামানসহ কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি বিশেষ টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, যশোর কোতয়ালী মডেল থানাধীন সুজলপুর ১নং পাড়া আদর্শ গ্রামস্থ মোঃ সাকিব রহমান (২৩) এর বাড়ীর পিছনে ইটের সলিং রাস্তার উপর কতিপয় সন্ত্রাসী অস্ত্র, বিস্ফোরক ও মাদক সহ এলাকায় বড় ধরনের সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করে আসামি সাব্বির হোসেন, সাকিব হোসেন ও ইব্রাহিম হোসেনকে ০১ (এক) টি ওয়ান শুটারগান, ০২ (দুই) রাউন্ড গুলি, ০৫ (পাঁচ) টি অবিস্ফোরিত ককটেল ও ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *