সিলেটের বিয়ানীবাজার উপজেলার সমাজসেবামূলক সংগঠন আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার ইফতার সামগ্রী বিতরণ ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের অসহায় দেড়শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় গতকাল মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় ফাঁড়ির বাজারে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সংবর্ধনাও দেওয়া হয়।
সংস্থার সভাপতি আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হারুন।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঙ্গরা মোহাম্মাদপুর উন্নয়ন সংস্থার যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্ঠা নাজির উদ্দিন, সংস্থার যুক্তরাষ্ট্র প্রবাসী উপদেষ্ঠা বাহর উদ্দিন, সংস্থার যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্ঠা খায়রুজ্জামান খসরু, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন, মুস্তফা জামান
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঙ্গুরা মোহাম্মাদপুর উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ মাখন উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ নাইছ উদ্দিন,
সহ সভাপতি কালাম উদ্দিন, নইম উদ্দিন, লেইস উদ্দিন সহেব, মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রাজু আলম, সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, শাহিন উদ্দিন, এমাদ উদ্দিন, ডাঃ তজমুল উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মাতাব উদ্দিন, লিকছন আহমদ, অহিদ উদ্দিন, জবান উদ্দিন, সাজু আহমদ, হাছনু আহমদ, সাজন আহমদ, জুহেল আহমদ, জাহেদ আহমদ, শিপলু আহমদ প্রমুখ।
শেয়ার করুন