আজমিরীগঞ্জে দু পক্ষের সংঘর্ষে পুলিশ সহ ১৫ জন আহত

জাতীয়

আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে  দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসূখা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও পরিষদের মেম্বার আলাউদ্দিন মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা মনোভাব চলছে অনেক আগ থেকেই। শনিবার সকালের দিকে চেয়ারম্যান  খেলু ও মেম্বার আলাউদ্দিনের মধ্যে জলসুখা বাজারে বিষয়টি নিয়ে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘ ২ ঘন্টা সংঘর্ষ হওয়ার পর খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা  পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় তরিকুল হাসান হিমন নামে আজমিরীগঞ্জ থানার এক পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষে মারুফ মিয়া, দুলু, সজিব, ফজল, করুনা বিবি, মুহিত, ফয়সল, রাসেল, ময়না মিয়া সহ প্রায় ২৫ জন আহত হয়।

আহতদের পার্শবর্তী উপজেলা বানিয়াচং ও হবিগঞ্জ  শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন,  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *