আনন্দ মিছিলে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো আর্জেন্টিনার সমর্থকের

সিলেট

আর্জেন্টিনার জয়ের পরপরই কুমিল্লার মনোহরগঞ্জে আনন্দ মিছিল করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১১) নামের দলটির এক ক্ষুদে সমর্থক প্রাণ হারিয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাতাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির মিলন মিয়ার ছেলে।হাইওয়ে থানার এস আই ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সকলের সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখছিল দলটির ক্ষুদে সমর্থক শাওন। আর্জেন্টিনার জয়ের পরপরই আনন্দ মিছিল বের করে স্থানীয় সমর্থকরা।

ওই মিছিলে শাওনও অংশগ্রহণ করে। রাত সাড়ে ১২টায় তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে ছিল করে খিলা বাজারের দিকে আসছিল। তখন বাতাবাড়িয়া এলাকায় খিলাবাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মুহূর্তেই প্রাণ হারায় শাওন।

দুর্ঘটনায় মারাত্মক আহত হন অন্তর নামে মোটরসাইকেলর এক আহোরী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *