আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

খেলাধুলা

লম্বা ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তান নারী দলের তারকা ক্রিকেটার বিসমাহ মারুফ। দেশটির সাবেক এই অধিনায়ক জাতীয় দল থেকে অবসর নিলেও লিগ ক্রিকেট খেলবেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৬ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিসমাহর। দেশের হয়ে রেকর্ড ২৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। ৬২৬২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮০ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি পেয়েছেন বিসমাহ।

পিসিবি থেকে প্রকাশিত বিবৃতিতে বিসমাহ বলেন, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমার ক্রিকেটযাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন।’

পিসিবিকে ধন্যবাদ জানিয়ে বিসমাহ আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই আমার ওপর আস্থা রাখার জন্য। পিসিবির কাছ থেকে যে সমর্থন পেয়েছি, সেটি অমূল্য। তারা আমার জন্য প্রথমবারের মতো মাতা-পিতাসংক্রান্ত পলিসি গ্রহণ করেছেন। তাতে মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *