এবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর সায়ীদ মো. আবদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে কারাগারে পাঠান আদালত।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন সায়ীদ আব্দুল্লাহকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এ তথ্য নিশ্চিত করে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর পক্ষে থাকা আইনজীবী মো. নাসির উদ্দিন জানান, সিলেট সিটি করপোরেশনের নিবাচনকালীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান গত ১২ জুন বাদী হয়ে এ মামলাটি করেছিলেন বলে জানা যায়।
আইনজীবী মো. নাসির উদ্দিন জানান, আজ মঙ্গলবার (২৫ জুলাই) নর নির্বাচিত কাউন্সিলর সায়ীদ মো. আব্দুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে জামিন বাতিলের শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানি শেষে সায়ীদ মো. আব্দুল্লাহসহ তাদের সকলের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এদিকে কাউন্সিলর আফতাব উদ্দিন খানের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল জানান, দ্রুত বিচার আইনের ৪/৫ ধারার মামলায় সায়ীদ আব্দুল্লাহসহ ১১ জন উচ্চ আদালত থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ডাইরেকশনে ছিলেন। আদেশ মোতাবেক আসামীরা সিলেট মহানগর দায়রা জজের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
সায়ীদ আবদুল্লাহ ছাড়াও একই মামলায় যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- ছবের মিয়া, আকলিছ মিয়া, এমাদ উদ্দিন সুয়েব, আমিন মিয়া, আল-আমিন, কাজী মিজান, মো. মোবারক হোসাইন, জীবন, ফরিদ মিয়া, রাজন আহমদ। এরা সবাই ৭ নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা।
মামলায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন, নগরীর বনকলাপাড়া এলাকার সায়ীদ মো. আব্দুল্লাহ (৩৬), কাজী মিজান (২৯), শাহীন (৩০) রাজন আহমদ, ছবের মিয়া (৩৪), এমাদ উদ্দিন সুয়েব (৩৩), মতিউর রহমান মৃধা (৪২), আমিন মিয়া (৩২), আল আমিন (২৮), পশ্চিম পীর মহল্লার আবুল কালাম মাস্টার (৪৫), জুনেদ আহমদ (৩৫) ও অগ্রণী আ/এ এলাকার সোহাগ মিয়া (২৬)।
এদিকে গতকাল সোমবার (২৪ জুলাই) নির্বাচনকালীন অস্ত্রের মহড়ার অভিযোগে আফতাবের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন।
শেয়ার করুন