আমাকে উৎখাত করলে কাকে ক্ষমতায় বসাবে: প্রধানমন্ত্রী

জাতীয়

এখন বাম দলগুলো ৯০ ডিগ্রি ঘুরে গেছে৷ তারা তো গণমুখী দল৷ তারা আওয়ামী লীগকে উৎখাত করলে, কারা আসবে ক্ষমতায়? সেটা কি ভেবেছে, তা তো বলে না৷ তাই তারা জনগণের সমর্থন পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার পুলিশ যেভাবে নির্যাতন করেছে, সেই আমেরিকার স্টাইলে আন্দোলন-বিক্ষোভ দমন করতে বলবো নাকি পুলিশকে৷ কেননা, পুলিশকে তো সবসময় ধৈর্য্যের পরিচয় দিতে বলেছি এবঙ তারা দিয়েছোও।

প্রধানমন্ত্রী এ সময় কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও। এ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই এমপিদের পরিবারের কাউকে না দাঁড়াতে নির্দেশ দেয়া হয়েছে। একথা জানিয়ে তিনি বলেন, যাতে কেউ এ নির্বাচনে না দাঁড়ায়৷ সবকিছু নিজেরাই নেবে, কর্মীরা কিছু পাবে না, তা তো হয় না৷ সেজন্যই এমন নির্দেশনা দেয়া হয়েছিলো৷ অন্য দলগুলো নির্বাচনে আসেন না, তাদের সমর্থন-সক্ষমতা নেই বলে৷

তিনি বলেন, বাম দলগুলো এখন ৯০ ডিগ্রি ঘুরে গেছে৷ তারা তো গণমুখী দল৷ তারা আওয়ামী লীগকে উৎখাত করলে, কারা আসবে ক্ষমতায়? সেটা কি ভেবেছে, সেটা তো বলে না৷ তাই জনগণের সমর্থন পায় না৷

এ সময় নির্বাচনী ব্যবস্থাটা গণমুখী করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্য অনেক দেশে নির্বাচন হচ্ছে, সেখানে পর্যবেক্ষক পাঠাবে বাংলাদেশ৷ দেখবো সেখানে কেমন ভোট হয়৷ নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা আরও গণমুখী করতে চাই৷ প্রভাবমুক্ত নির্বাচন করার জন্যই নির্দেশনা দেয়া হয়েছে দলে৷ মানুষ যাকে চাইবে, তিনিই নির্বাচিত হবেন৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *