আরবে মহামারি: যুগে যুগে মহাঘাতকের ছোবল

জাতীয়
আরব ঐতিহাসিকদের লেখা থেকে মহামারির বিভৎসতার চিত্র পাওয়া যায়। মহামারি প্লেগ শহর-নগরকে এমনভাবে খালি করেছিল যে, মৃতদের লাশ দাফনের জন্যও কোনো মানুষ পাওয়া যেত না। দেখা দিয়েছিল কফিনের অভাব। লাশ বহনের জন্য খাঁটিয়া না পেয়ে মানুষ দরজার পাল্লা ব্যবহার করেছে। কাফনের অভাবে কম্বল দিয়ে কবরে শুইয়ে দিতে হয়েছে। অবশ্য অনেকের ভাগ্যে তাও মেলেনি। গণকবর ছিল একমাত্র উপায়। যাদের কপালে তাও জুটেনি তাদের লাশ রাস্তাঘাটে পড়ে থেকে পচে গলে গেছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *