স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
গতকাল( ৯ আগস্ট) শুক্রবার গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ২ হাজার ৪ শত কেজি পলিথিনসহ আসামি মনিরুল ইসলাম (৩০), ফজলে রাব্বি(২৫) ও মহসিন (৩২) কে গ্রেফতার করেন।
আটককৃত মনিরুল ও ফজলে রাব্বি মনিরামপুর উপজেলার বিজয়রামপুর ও মোহনপুর বটতলার আব্দুল খালেক ও মহিউদ্দিন শেখের ছেলে এবং মহসিন সদর উপজেলার খালেদার রোডের আবুল কাশেমের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী যশোর গোয়েন্দা শাখার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন – গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচায় তিনিসহ এএসআই আজাহারুল ইসলাম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানার নিউমার্কেট টু পালবাড়ী গামী হাইওয়ে পাঁকা রাস্তার পার্শ্বে এসএস ট্রেডার্স ও মেসার্স কাজী আবু জাফরের রড সিমেন্টের দোকানের সামনে থেকে ট্রাকসহ ২ হাজার ৪ শত কেজি অবৈধ পলিথিন এবং আসামি মনিরুল, রাব্বি ও মহসিনকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন