শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
“আত্বশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না“ এই স্লোগানে গত ১৫-১৮ এবং ১৯-২১ জুলাই ২০২২ দুটি আলাদা ব্যাচে আর.আর.এফ ট্রেইনিং এন্ড রিসোর্স সেন্টার, যশোরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের আওতায় “ইউনিয়ন পরিষদের সক্ষমতা বিকাশ বিষয়ক” ২৩৪১ ও ২৩৪২ তম দুটি বিশেষ উজ্জীবক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম ধাপে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা, মিঠাখালী, সুন্দরবন এবং দ্বিতীয় ধাপে চাঁদপাই, সোনাইলতলা, চিলা ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য, সংরক্ষিত নারী আসনের সদস্য এবং ইউপি সচিব অংশগ্রহন করেন । ৩ দিন ব্যক্তি প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর উপর ধারনা, গণতন্ত্র, পারস্পারিক বিশ্বাস, সামাজিক সম্প্রীতি ও শান্তি স্থাপনে ইউনিয়ন পরিষদের ভূমিকা নিয়ে ধারাবাহিক শিডিউলে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ট্রেইনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ইউনিটের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী, প্রোগ্রাম কোর্ডিনেটর সোহেল রানা এবং ব্রেভ প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা প্রশিক্ষণটি পরিচালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী মো. শাহ আলম, প্রসেনজিৎ সরকার ও নয়ন মন্ডল। তিন দিনের প্রশিক্ষণের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এসডিজির ১৭ টি লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সক্ষমতা দিয়ে তা বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি সকলের আত্বউপলব্ধির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ন পরিবেশ স্থাপনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে বুড়িরডাঙ্গা , মিঠাখালী, সুন্দরবন, চাঁদপাই , সোনাইলতলা , চিলা থেকে যথাক্রমে চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, উৎপল কুমার মন্ডল, ইকরাম ইজারাদার, মোল্লা মো. তারিকুল ইসলাম, নারজিনা বেগম, প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক সহ ৬ টি ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদের সচিব অভিজিৎ শাওন অংশগ্রহন করেন। সকল অংশগ্রহনকারীর পারস্পারিক মতামত এবং মডেল ইউনিয়ন গড়ে তোলার পরিকল্পনার মধ্য দিয়ে প্রশিক্ষণগুলো সম্পূন্ন হয়েছে।
শেয়ার করুন