বিশ্বনাথে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার সাধারণ সভা বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক কামাল মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল জালাল, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকৌশলী আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দাশ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম।

সভা শেষে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় মৃত্যুবতরণকারী সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল ওদুদ বিএসসি স্যারের আত্নার শান্তি ও মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত কুমার সাহা রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গোলাম মুর্তুজা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জামসেদুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা শাহেদ আহমেদ আরবী, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *