উপজেলা নির্বাচন বর্জন করা দেশপ্রেমিক জনতার নৈতিক দায়িত্ব

সিলেট

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ৭ জানুয়ারীর প্রহসনের ডামি নির্বাচনে গঠিত ডামি সরকার আবারো উপজেলা নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করছে। বিএনপিসহ দেশপ্রেমিক কোন রাজনৈতিক দল ঐ নির্বাচনে অংশ নিচ্ছেনা। তাই বাকশালী সরকার নিজদলের প্রার্থী দিয়ে ও কতিপয় দলছুট দালাল নেতাকর্মীকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে এনে উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে দেখাতে চায়। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিনাভোটে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী ঘোষণার হিড়িক পড়েছে। নিজদলের প্রার্থীদের উপজেলার চেয়ারে বসাতে নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করছে। এর জবাব সরকারকে দিতেই হবে। ৭ই জানুয়ারীর পাতানো সংসদ নির্বাচনের মতো এই উপজেলা নির্বাচন বর্জন করা দেশপ্রেমিক জনতার নৈতিক দায়িত্ব।

তিনি মঙ্গলবার বিকেলে বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বন্দরবাজার এলাকায় কথিত উপজেলা নির্বাচন বর্জনের দাবীতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়ে বন্দরবাজার এলাকার সকল বিভিন্ন বিপনী বিতাণ, পথচারী ও যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় মহানগর ও ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, আবুল কালাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা শেখ কবির আহমদ, রহিম মল্লিক, আক্তার রশিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে খায়রুল ইসলাম খায়ের, নাজিম উদ্দিন, তারেক আহমদ খান, লুৎফুর রহমান মোহন, রেজাউর রহমান রুজন, রফিকুল ইসলাম রফিক, আব্দুস সবুর রাসেল, এসএম সায়েম, রহিম আলী রাসু, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মামুন ইবনে রাজ্জাক রাসেল, জমজম বাদশাহ, রুবেল বক্স, সেলিম আহমদ সেলু, সোহেল আহমদ, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, সদস্য সচিব রাসেল আহমদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাশিম জাকারিয়া, রুনু আহমদ, নাজিম উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা শামীম আহমদ লোকমান, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, জুনেদ আহমেদ, কয়েস আহমদ সাগর, মন্তাজ মিয়া, হারুন রশিদ হারুন, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, আব্দুল মুমিন, মতিউর রহমান শিমুল, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম মোস্তফা, রুহেল আহমদ, ফয়সল আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ও ছাত্রদল নেতা এনামুল হক প্রমূখ।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ডামি সরকারের শেষ রক্ষা হবেনা। গণতন্ত্র হত্যার দায়ে জনতার আদালতে তাদের একদিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। সিলেটবাসী ৭ জানুয়ারীর সংসদ নির্বাচনের মতো কথিত উপজেলা নির্বাচন বর্জন করতে প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *