একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই – বিশ্বনাথে ইলিয়াসপত্নী লুনা

সিলেট

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ই আগস্ট আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। তিনি আরোও বলেন, নিজের ও পরিবারের পাশাপাশি দেশ-জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্জন ছাড়া জীবনে কখনও সফলতা আসবে না। আর একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে ‘শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক’ এই তিনের সমন্বয় থাকতে হবে। শিক্ষার শুরু হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই, তাই প্রাথমিক শিক্ষাকেই নর্বপ্রথমে গুরুত্ব দিতে হবে আমাদের সবাইকে।

তিনি সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘সবুজ সাথী সমাজ কর‌্যাণ সংস্থা রামাধানা’র দুই যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। নিজেদের দুই যুগ পূর্তিতে সংগঠনের পক্ষ থেকে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস ও এইচএসসি উত্তীর্ণ ২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে জেলা বিএনপির সহ সভাপতি ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী রামধানা গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে এম. ইলিয়াস আলী যাতে দ্রæত অক্ষত অবস্থায় জনতার মাঝে ফিরে আসেন, সেজন্য দোয়া কামনা করেন।
সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থা রামধানার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল আলীর পরিচালনায় অনুষ্ঠিত দুই যুগ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, ওয়ান পাউন্ড হাসপাতালের সিইও ডা. শানুর আলী মামুন, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম বাবুল, আব্দুল কুদ্দুছ, জামাল মিয়া, বুরহান উদ্দিন, ইয়াকুব আলী, বকুল মিয়া, নাজমুল ইসলাম, শেখ হারুনুর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *