জাতীয় শোক দিবসে বিশ্বনাথে পৌর আ’লীগের সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মসজিদ-মাদ্রাসা-এতিমখানায় শিরনী বিতরণ করা হয়েছে।

সোমবার ১৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শোক দিবস পালনের কর্মসূচি শুরু করে পৌর আওয়ামী লীগ।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও মহব্বত আলী জাহানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়।

সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জহুর আলী, মনোহর হোসেন মুন্না, সাইদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল তাহিদ, ইশতিয়াক আহমদ খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী ও স্বাগত বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মশাহিদ আলী। বাদ যোহর পৌর শহরের সবকটি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *