এবারের আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ের: মির্জা ফখরুল

রাজনীতি

এবার যে আন্দোলন হবে, সেটা চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এ আন্দোলনে বাংলাদেশের সব মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তাদের অধিকার আদায় করে নেবে।

আজ বুধবার রাতে যুগপৎ আন্দোলনে শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা অতি শিগগির চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব। তবে একটা কথা নিশ্চিত, এবারের যে আন্দোলন হবে, এ আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন।’

নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে জাতীয় সংসদে পাস হওয়া জাতীয় নির্বাচন-সংক্রান্ত আইন (গণপ্রতিনিধিত্ব আইন) সংশোধনের জন্য সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার ক্ষমতাকে তার নিজের হাতে রাখার জন্য, নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিজের করায়ত্তে রাখার জন্য কালকে (গত মঙ্গলবার) গণপ্রতিনিধিত্ব আইনের ধারা সংশোধন করেছে। এই সংশোধনীটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এই সংশোধনীর মধ্য দিয়ে সরকার আবারও প্রমাণ করল, তারা তাদের মতো করে নির্বাচন করতে চায়। ভোটের অধিকার হরণ করেই এই সরকার ক্ষমতায় টিকে আছে।’

লিয়াজোঁ কমিটির সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। সমমনা জোটের পক্ষে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাগপার খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নজরুল ইসলাম, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *