পানি কমছে, ফিরছে স্বস্তি

সিলেট

স্টাফ রিপোর্টার : সিলেট বৃষ্টির পরিমাণ কমেছে। উজানের ঢলও কমে এসেছে। গত দুই দিন ধরে আকাশে রোদ। ফলে জেলার প্রধান নদী সুরমাসহ অন্যান্য নদীর পানি কমছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
আবাহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র ১০ দশমিক ২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে মঙ্গলবার বেলা ৩টায় ১১ দশমিক ৩০ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবার সেটি ১১ সেন্টিমিটারে নেমে এসেছে। নদীর এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।
সিলেট পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। মঙ্গলবার বেলা ৩টায় ৯ দশমিক শূন্য ৯৪ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছিল। বুধবার সেটি কমে ৯ সেন্টিমিটারে নেমে এসেছে।

কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির বিপদসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সেখানে মঙ্গলবার বেলা ৩টায় সেখানে ১০ দশমিক ৫০ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। বুধবার সেটি কমে ১০ দশমিক ৩০ সেন্টিমিটারে নেমেছে।
এদিকে, সুনামগঞ্জেও কমছে নদীর পানি। মঙ্গলবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে ছিল। বুধবার একই সময়ে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মূলত ভারী বৃষ্টি না হওয়ার কারণে পানি কমছে। একই সঙ্গে উজানের পাহাড়ি ঢলও নেমেছে কম। ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে মাত্র ৫ মিলিমিটার।

ভারী বৃষ্টি না হওয়ায় শুধু সুরমা নয়; জেলার যাদুকাটা, বৌলাই, নলজুর, কুশিয়ারা, কালনী, পাটলাই, চলতি, রক্তিসহ সব নদ-নদীর পানিই কমছে। একইভাবে ভারী বৃষ্টি ও উজানের ঢলে যেসব গ্রামীণ রাস্তা প্লাবিত হয়েছিল, সেসব রাস্তা থেকেও পানি নামছে।গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে জেলার সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ উপজেলায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেকের মধ্যে গত বছরের মতো ভয়াবহ বন্যা হবে কি না, এ নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে মানুষের বাড়িঘরে পানি ঢুকেনি। গত দুদিন বৃষ্টি না হওয়া এবং পানি কমায় মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে, সিলেটসহ দেশের অন্যান্য বিভাগে ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *