সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইতিহাসে প্রথম গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার কলেজের জারুলতলায় ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এমসি কলেজ শিবিরের সেক্রেটারী জওহর লোকমান মুসান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন
সিলেট বিভাগের সেক্রেটারি মাহবুবুর রহমান জালালাবাদী, শিবিরের সিলেট মহানগরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম, সাহিত্য সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজের সাবেক সভাপতি সৈয়দ নকীব হোসাইন, ইয়াছিন খান, আব্দুল্লাহ আল ফারুক, ফয়জুল বারী দিনার।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রশিবির একটি সুন্দর ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে সবসময় বদ্ধপরিকর থাকে। এমসি কলেজেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য এই গণ ইফতার কর্মসূিচি পালন করেছে। এতে শিক্ষার্থীরা সাড়া দেওয়ায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
শেয়ার করুন