সদ্য প্রয়াত সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ কমরেড আফরোজ আলীর শোকসভা আগামী ১৩ আগস্ট শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে অনুষ্ঠিত হবে।
কমরেড আফরোজ আলীর শোকসভা আয়োজনের জন্য এক প্রস্তুতি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে জিন্দাবাজারস্থ একটি অফিসে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ধীরেন সিং।
সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি লোকমান আহমেদ, ন্যাপ জেলা ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওর্য়ার্কাস পার্টি জেলা সভাপতি সিকান্দার আলী, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, বাসদ মার্কসবাদী জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, গনতন্ত্রী পার্টির সদস্য আজিজুর রহমান খোকন।
সভা থেকে সিদ্ধান্ত হয় সিলেটের প্রবীণ রাজনীতিবিদ কমরেড আফরোজ আলীর শোকসভা আগামী ১৩ আগস্ট শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং বার হলে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভা থেকে জানানো হয় উক্ত শোক সভায় সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া সহ জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ কমরেড আফরোজ আলীর শোকসভায় উপস্থিত হওয়ার জন্য সভা থেকে সকলের প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ কমরেড আফরোজ আলী গত ২৪ জুলাই সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শেয়ার করুন