বরকলে ৪০টি ভুমি ও গৃহহীন পরিবার বুজে পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি

জাতীয়

আরিফুল ইসলাম সিকদার:

পার্বত্য রাঙ্গামাটির বরকল উপজেলার ৪০টি পরিবার আজ বুজে পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর।আজ সারা দেশের ৭ টি জেলার ১৫১টি উপজেলায় একযোগে ৩৯,৩৬৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বরকলে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদারে সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ মামুন,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,শুভলং ইউপি চেয়ারম্যান তরুনজ্যোতি চাকমা,বরকল সদর ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,হরীনা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা,বরকল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো আরিফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের প্রকৌশলী রুষো খীসাসহ বিভীন্ন দফতরের কর্মকর্তাবৃন্দসহ অত্র উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় উক্ত প্রকল্পের সুবিধাভোগী ব্যাক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।তার সাথে সাথে তারা উক্ত ঘর পাবার ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করার জন্য
বিদায়ী ইউএনও মো জুয়েল রানা ও জনপ্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *