কমলগঞ্জে পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় পিক-আপের ধাক্কায় সজল মিয়া (২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ভানুগাছ বাজারের ফল ব্যবসায়ী এবং মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের লোকমান মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে কমলগঞ্জ – শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পিকআপের সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *