মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজার কুলাউড়ায় ট্যালেন্ট আইটি ইন্সটিটিউট কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
শনিবার ২০শে এপ্রিল দুপুর ৩টায় কুলাউড়া পৌরসভার হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
সভায় সভাপতিত্ব করেন ইব্রাহিম হোসেন বুরহান প্রতিষ্ঠাতা পরিচালক ট্যালেন্ট আইটি ইন্সটিটিউট কুলাউড়া, সঞ্চালনায় মৌলভীবাজারের জনপ্রিয় উপস্থাপক আর জে সাইফুল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, মেয়র কুলাউড়া পৌরসভা,বিশেষ মাওঃ ফজলুল হক খান সাহেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুলাউড়া উপজেলা পরিষদ,আতিউর রহমান আঁখই,সাধারণ সম্পাদক ব্যবসায়িক কল্যাণ সমিতি কুলাউড়া, মো: রফিকুল ইসলাম মামুন সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক,রুবেল বখস পাভেল সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব কুলাউড়া উপজেলা শাখা,আবুল হোসেন সাবেক সভাপতি বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কুলাউড়া শাখা,ওয়াসিম আহমেদ নিশান পরিচালক ক্রিয়েশন ইনস্টিটিউট অফ টেকনোলজি,মাহদী হাসান কামাল সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা শাখা, মোঃ হেলাল আহমেদ চেয়ারম্যান, জনকল্যাণ শ্রমজীবী কো অপারেটিভ সোসাইটি লি,মোঃ আব্দুল মজিদ সাধারণ সম্পাদক নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৫০ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্ট আইটি ইন্সটিটিউটের কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
শেয়ার করুন