কুলাউড়ায় ডেভিল আজাদকে পুর্নবাসন করলো বিএনপি

মৌলভীবাজার

আওয়ামী লীগের সভায় উপস্থিত মোঃ আজাদ মিয়া (গোল বৃত্তের মাঝে) ইনসেটেও মো: আজাদ মিয়া যিনি এখন বিএনপির কমিটিতে মো: আজাদ সিদ্দিকি। আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ আজাদ মিয়া এখন বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

মোঃ আজাদ মিয়া কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ছিলেন। তিনি হরিপুর, বাবুরগুল এলাকার সজ্জাদ আলী সিদ্দেকীর ছেলে। ৩নং ভাটেরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে অন্য একজনের নাম কাটছাট করে তাকে পুর্নবাসনের সত্যতা মিলেছে প্যাডে।

যেখানে দেখা গেছে ১নং সদস্য মো. মফিজ খানের নাম মুছে দিয়ে ১নম্বরকে ২নম্বর করে মফিজ খানের স্থলে মো. আজাদ সিদ্দিকীর নাম লেখা হয়েছে।

কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই কমিটি অনুমোদন করা হয়।

ওই কমিটিতে স্থান পাওয়া সাবেক আওয়ামী লীগ নেতা মো: আজাদ মিয়াকে নিয়ে এখন ভাটেরা ইউনিয়নজুড়ে চলছে নানা গুঞ্জন। আওয়ামীলীগের কাছ থেকে ফায়দা হাসিলকারী মো: আজাদ মিয়া এখন মো: আজাদ সিদ্দিকী হয়ে বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা করে নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, এভাবে আওয়ামী লীগের দোসরদের পুর্নবাসন করা যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততোদিন আমাদের দেশ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *