নাহিম মিয়া, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সকল স্থরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে নিয়ে সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
শনিবার ৫ই অক্টোবর দুপুর ২ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মিজানের সঞ্চলনায় ইসলামপুর পুরাতন জামে মজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুর রহমান সাদীর পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক বসন্ত কুমার শর্মা, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজর সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও বর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শফিকুল ইসলাম, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সহ সভাপতি ও শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসেম,মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি ও পাড়ুযা আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামান,ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি রিপন আহমেদ,সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ বরকত উল্লাহ, প্রভাষক মোঃ সোহেল রানা, প্রভাষক মোঃ আক্তার হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুক রানা, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান,আল ইহসান প্রি ক্যাটেড একাডেমির প্রধান শিক্ষক সাচ্চা মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।