কোম্পানীগঞ্জে-মাদ্রাসার শিক্ষক ও ঈমাম হাফেজ মঞ্জুর সিরিয়াল ধর্ষক

সিলেট

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি- :

গত সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ী সংলগ্ন আহমেদাবাদ জামে মসজিদে ১২ বছরের শিশুকে ধর্ষন করেন ঐ মসজিদের ঈমাম ও কলাবাড়ী মখজুনুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফিজ মঞ্জুর।মঞ্জুর মখজুনুল উলুম কলাবাড়ী মাদ্রাসার শিক্ষক হাফেজ ফজল উদ্দিনের ছেলে।

সোমবার সকাল ৮ ঘটিকায় -কলাবাড়ী মখজুনুল উলুম মাদ্রাসার মুতাওয়াসসিতা ১ম বর্ষ ছাত্রী তাহমিনা(১২) মক্তবে পড়তে আসলে। মক্তবের ভেতর জোড়পুর্বক ঘন্টা যাবৎ ধরে ধর্ষন করে।হাফিজ মঞ্জু শিক্ষকতার পাশাপাশি আহমদাবাদ মসজিদের ঈমামতী করেন।

 

রুবেল নামের স্থানীয় এক যুবক জানান-মসজিদের পাশ দিয়ে যাতায়াত করছিলাম।হঠাৎ বীভৎস চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পাই।তিনি দৌড়ে মসজিদের ভেতর প্রবেশ করলে দেখতে পাই হাফিজ মঞ্জুর শিশুটিকে উলঙ্গ করে ভীবৎসভাবে শারীরিক নির্যাতন করছে।

মেয়ের চাচা জানান-আমার ভাতিজি সকালে মক্তবে পড়তে যায়।মক্তব ছুটি দিয়ে সে আমার ভাতিজিকে জোড় পুর্বক আটকিয়ে রেখে ধর্ষন করে।স্থানীয় যুবক রুবেলের সহযোগিতায় আমরা দৌড়ে ঘটনাস্থলে পৌছে তাহমিনাকে উদ্ধার করি।

স্থানীয় এক যুবক জানান- হাফিজ মঞ্জু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোম্পানীগঞ্জ উপজেলার শাখার সক্রিয় কর্মী।সে অতীতেও এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যা এলাকার সবাই অবগত।সে গত কিছু দিন আগে বিবাহিত এক মহিলার ঘরে ডুকে হাতে নাতে ধরা পড়েছিল যা গ্রামবাসী অবগত।এলাকাবাসীর দাবি ধর্ষক ও চরিত্রহীন এই হাফেজ মঞ্জুরকে এলাকা থেকে বিতারিত করে আইনের আওতায় নিয়ে গ্রামবাসীকে শান্তিতে বসবাস করার উপযুক্ত পরিবেশ তৈরী করার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *