‘ক্লীন বিশ্বনাথ ও সেইভ বিশ্বনাথ’ কর্মসূচিত দ্রুত বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম শাহ্ এর অর্থায়নে, বিশ্বনাথ পৌরসভার সহযোগীতায় এবং বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধক হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। কর্মসূচিতে বক্তারা দ্রুত বাসিয়া নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জোর দাবী।

‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচি শুরুর পূর্বে বাঁচা বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিশ্বনাথকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্য। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে আন্তরিক হতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদীর তীরের সকল অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন কর্মসূচী নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
উদ্বোধকের বক্তব্যে পৌর মেয়র মুহিবুর রহমান বলেন, অবৈধ দখলদাররা যথই শক্তিশালী হউক, পর্যায়ক্রমে মাসুকগঞ্জ বাজারে বাসিয়ার মুখসহ নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাসিয়ার নাব্যতা ফিরিয়ে আনা হবে। এঅঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদ রক্ষার জন্য বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার কোন বিকল্প নেই।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম মোমিনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কোষাধ্যক্ষ ছামির মাহমুদ, শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম শাহ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান বিন ফাহিম, আল- হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মনোহর হোসেন মুন্না, সংগঠক নাজমুল ইসলাম মকবুল, নিজাম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, বশির আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক রাজা মিয়া।

‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচিতে অংশগ্রহন করেন, বিশ্বনাথ সরকারি কলেজ, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা, ধ্রæবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিশ্বনাথ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরেটরী স্কুল, বিশ্বনাথ কলেজুয়েট স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ বাউল আব্দুল করিম পরিষদ, শাহ আমিন উল্লাহ মাদ্রাসা ও এতিম খানা (ইলামেরগাঁও, ফকির বাড়ি), মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা, সিঙ্গেরকাছ মানবতার ঘর, বিশ্বনাথ নাটক ঘর, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, হুব্বে রাসুল (সাঃ) ইসলামী যুব সংঘ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *