খোরাক থাকলে পত্রিকা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে – মেয়র আরিফ

সিলেট

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অনলাইনের যুগেও প্রিন্ট পত্রিকার গ্রহণযোগ্যতা আছে। পাঠকের জন্য খোরাক থাকলে যেকোন পত্রিকা গ্রহণযোগ্যতা পাবে, তার মূল্যায়ন বাড়বে। এজন্য সংবাদপত্রের পাতায় আমরা পাঠকরা বেশি করে ভালো খবর দেখতে চাই। শিক্ষণীয় এবং উদ্ভাবনমূলক সংবাদের প্রতি তরুণ সমাজের অনেক আগ্রহ। এবিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করলে পত্রিকারও গ্রহণযোগ্যতা বাড়বে, পাঠকরাও উপকৃত হবেন।

শনিবার ‘দৈনিক জৈন্তা বার্তা’র প্রতিনিধি সম্মেলনে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।  দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনায় অংশনেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, ব্যবস্থাপনা সম্পাদক মলয় ভূষণ দত্ত, অনলাইন ইনচার্জ দেবাশীষ দেবু, চীফ রিপোর্টার আবুল হোসেন। মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে আরও বলেন, সিলেটের সাংবাদিকতা অনেক সমৃদ্ধ। সেই সমৃদ্ধ সাংবাদিকতার অঙ্গনে দৈনিক জৈন্তা বার্তা একটি পুরনো পত্রিকা। এটির গ্রহণযোগ্যতা আছে। নতুন ব্যবস্থাপনায় পত্রিকাটি তার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় পত্রিকাটি ভালো করছে। পত্রিকা হাতে নিলেই বোঝা যায় এখানে চেষ্টা চলছে। আমি জৈন্তা বার্তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত সময়েই ইমজা’র কনফারেন্স হলে শুরু হয় দিনব্যাপী সম্মেলনের মূল পর্ব। সেখানে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সম্পাদক ফারুক আহমদ। অনলাইন ইনচার্জ দেবাশীষ দেবু’র সঞ্চালনায়  অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জৈন্তাবার্তা’র নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, ব্যবস্থাপনা সম্পাদক মলয় ভূষণ দত্ত, পরিচালক হরিদাস পাল শাওন। এর পরই শুরু হয় প্রতিনিধিদের বক্তব্য। সেখানে জৈন্তা বার্তা প্রতিনিধিরা প্রাণ খুলে কথা বলেন। তারা তাদের অভাব, অভিযোগ, সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় তারা আশাবাদ ব্যক্ত করেন নতুন ব্যবস্থাপনায় দৈনিক জৈন্তা বার্তা পাঠক হৃদয় জয় করতে সক্ষম হবে।

জৈন্তা বার্তা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্টাফ রিপোর্টার ময়নুল ইসলাম আবির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দিরাই প্রতিনিধি মুহিবুর রহমান, গোলাপগঞ্জ প্রতিনিধি বদরুল আলম ও অলিউর রহমান তামিম, বিয়ানীবাজার প্রতিনিধি আবিদ আহমদ, রাজনগর প্রতিনিধি ইকরাম হোসেন, জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফারুক আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান কাওছার, দক্ষিণ সুরমা প্রতিনিধি সানোয়ার আলী, বিশ্বনাথ প্রতিনিধি শায়েস্তা মিয়া ও আব্দুস সালাম, জামালগঞ্জ প্রতিনিধি মো. মহসিন কবির, দোয়ারাবাজার প্রতিনিধি মামুন মুন্সী ও ইসমাঈল হোসাইন, গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমদ বাদশা ও নজরুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বাবু, জগন্নাথপুর প্রতিনিধি মো. আলী হোসেন, জুড়ী প্রতিনিধি জহিরুল ইসলাম সরকার, ছাতক প্রতিনিধি মো. মোর্শারফ হোসেন, শান্তিগঞ্জ প্রতিনিধি নিত্যানন্দ দাস, শাবিপ্রবি প্রতিনিধি আব্দুর রহিম আবির, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুমন, বাহুবল প্রতিনিধি কামরুল উদ্দিন, বানিয়াচং প্রতিনিধি আকিকুর রহমান রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি মো. ইমরান হোসেন, চুনারুঘাট প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম রবিন, নবীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন, আজমিরীগঞ্জ প্রতিনিধি রুজেল আহমদ, কানাইঘাট প্রতিনিধি আব্দুন নুর, তাহিরপুর প্রতিনিধি রুকন উদ্দিন, ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি, মাধবপুর প্রতিনিধি শেখ জাহান রনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *