গাজায় প্রাণহানি ৩৩ হাজার

জাতীয়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নাগরিকের। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এছাড়াও এ হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার ৫০০ জনে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানা গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় মাস আগে শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি। এ হামলায় আহত হয়েছেন আরও ৭৫ হাজার ৫৭৭ জন।

অন্যদিকে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুই ৭৩ শতাংশ।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাত থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে।

এ প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। কোনো পক্ষ যুদ্ধবিরতি ও এর শর্তগুলো বাস্তবায়নে যদি ব্যর্থ হয়, তাহলে তা হবে ক্ষমার অযোগ্য অপরাধের শামিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *