গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় রেলপথের ৬০০ ফুট ক্ষতিগ্রস্ত

জাতীয়

গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনচ্যুত ৭টি বগি ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারে কাজ করছে রেলওয়ে

ফলে এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্পে পথে চলাচল করছে। এ ছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশন ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঢাকা থেকে সকাল পৌনে ৯টায় ও এর কিছু সময় পর ময়মনসিংহ থেকে অপর আরেকটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এর আধঘণ্টা পর আরও দুটি রিলিফ ট্রেন একসঙ্গে ট্রেনের দুইপাশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি রেলওয়ের দুই শতাধিক সদস্য লাইন মেরামতে কাজ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *