আইফোনের স্যাটেলাইট–সেবার মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় বরফঘেরা এক স্থানে আটকে পড়া এক ব্যক্তি নিজের আইফোন থেকে স্যাটেলাইট–সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠিয়ে নিজের জীবন বাঁচান।
আইফোনের স্যাটেলাইটভিত্তিক এসওএস সুবিধা কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠানো যায়। আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের আইফোনে বিনা মূল্যে এ সুবিধা ব্যবহার করা সম্ভব।
উল্লেখ্য, প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হলেও বর্তমানে কানাডা, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নির্দিষ্ট অঞ্চলে আইফোনের স্যাটেলাইটভিত্তিক এসওএস সুবিধা ব্যবহার করা যায়।
সূত্র: ইন্ডিয়া টাইমস ডটকম