গোয়াইনঘাটে গ্রামীণ ব্যাংক পশ্চিম জাফলং শাখার ৫৭টি কেন্দ্রের সদস্যদের মধ্যে ফলজ ও বনজ চারা বিতরণ

সিলেট

গোয়াইনঘাট প্রতিনিধি::

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুস্বরণনে। বাংলাদেশের প্রগতির ধারা চলমান রাখতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচীর লক্ষ্য উদ্দেশ্য। গ্রামীণ ব্যাংক পশ্চিম জাফলং শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানে ৫৭টি কেন্দ্রের ১১৫৬জন সদস্যদের মধ্যে ফলজ,বনজ এবং ওষুধি প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় গ্রামীণ ব্যাংক গোয়াইনঘাট উপজেলা শাখার অফিস কার্যালয়ে অফিস সহকারী মো: জাকারিয়া হোসাইন’র পরিচালনায় ফলজ, বনজ এবং ওষুধি প্রজাতির বৃক্ষ বিতরণকালে শাখা ব্যাবস্থাপক গিষ্পতি চক্রবর্তী বলেন, দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবস উদযাপন ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য। সে লক্ষ্য বজায় রেখে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যেকে সামনে রেখে চলতি মাসের ৩০জুন পর্যন্ত সারা দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম জাফলং শাখার সেকেন্ড ম্যানেজার হুমায়ুন কবির, অফিসার মসলু মিয়া, অফিসার রিপন দাস, গৌতম রায়, বিভিন্ন কেন্দ্রের সদস্য মনষা দাস, মনিতা দাস, ছায়া রাণী দাস, সাফিয়া বেগম, অঞ্জনা রাণী দাস প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *