গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম বিজয় দিবস উদযাপন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে সিলেটের গোয়াইনঘাটে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, অফিসার্স ক্লাব, গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুল, লেডিস ক্লাব, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউটস গ্রুপ ও তামাবিল শুল্ক স্টেশন সহ অর্ধশতাধিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল সাড়ে ৮ টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীর চর্চা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধকালীন ডিসপ্লে প্রদর্শনীতে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হক।

এরপর সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *