তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি পর্যটন কেন্দ্র বল্লাঘাটের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিকনিক সেন্টারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় এতে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, শাহাদাৎ হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু বখ্ত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন ও জাফলং সংগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসাইন, ইউপি সদস্য ওমর ফারুক, আব্দুল আউয়াল, নাজমা বেগম, নাজমা বেগম-২, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সভাপতি লোকমান মিয়া, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, পর্যটক উদ্যোক্তা শেরগুল গোসাই, জাফলং ফটোগ্রাফার সমিতির সভাপতি নিলয় পারভেজ সোহেল সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীবৃন্দ।
সভায় পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে।
শেয়ার করুন