গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ

সিলেটের গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে টেকসই উন্নয়নে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বাইসাইকেল বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া জান্নাতের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহাপরিচালক এনডিসি মো.শহীদুল আলম।
এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম.এ. মতিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লুৎফুল হক, নিত্যান্দ নিত্যই, আরশ আলী কালা, ফারুক আহমদ ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভার পর বালিকা বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এনডিসি মো. শহীদুল আলম বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বালিকা বিদ্যালয়ের যেই শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাবে তাকে একটি স্কুটি বাইক উপহার প্রদান করা হবে এবং বোর্ডের মধ্যে যিনি সর্বোচ্চ নম্বর অর্জন করবেন তাকেও পুরস্কৃত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *