গোয়াইনঘাটে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত: বিজয়ী হলেন যাঁরা

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

দিনভর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ গোয়াইনঘাট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার ১৩টি ইউনিয়নের ৮৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা হলরুমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের একীভূত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

এতে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ৪৫,০৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬,৮৬৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩০,০৫৮ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন চশমা প্রতীকের গোলাম আম্বিয়া কয়েছ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুতুব উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছের ১৭,৭০০ ভোট। এই পদে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে ২৫,৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩,১২৫ ভোট। এই পদে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে গোয়াইনঘাটে তিনটি পদে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

জানা গেছে, ২ লক্ষ ২৯ হাজার ৯৪১জন ভোটারের মধ্যে এবার ভোট প্রদান করেছেন ৭৩,৫৩২ জন ভোটার। এতে শতকরা ৩১ দশমিক ৯৮ শতাংশ ভোট জমা পড়েছে।

এ ব্যাপারে বেসরকারি ভাবে নির্বাচিত বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম স্বপন প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণে উপজেলা প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা রেখেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি আপনাদের সবার সাথে বসে একটি রোড ম্যাপ করবো এবং প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *