গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের পর আলোচিত বাঁশের সাঁকো পরিদর্শন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের একদিনের মাথায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আলোচিত সেই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।

আজ রবিবার (১৭ মার্চ) দুপুর ১ ঘটিকায় ডৌবাড়ী ইউপির যাত্রাভা ও লামাদুমকা মৌজার (৮ ও ৯ নং ওয়ার্ড) মধ্যবর্তী স্থানে হাকুর খালের উপর নির্মিত বাঁশের সাঁকো সরেজমিন পরিদর্শনে যান তিনি।

এ সময় সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৪ ইং স্থানীয়, জাতীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের পারাপার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *