গোলাপগঞ্জের পৌর শহরে অবস্থিত অভিজাত মার্কেট এ ওয়াহাব প্লাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ইলিয়াছ বিন রিয়াছত ও সাধারণ সম্পাদক হিসেবে মামুন আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৮৩জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ইলিয়াছ বিন রিয়াছত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুহেদুর রহমান সুহেদ পেয়েছেন ৩৪ ভোট।
সহসভাপতি পদে জয়নাল আহমদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবের আহমদ পেয়েছেন ৩১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মামুন আহমদ পেয়েছেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত পেয়েছেন ৩৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থীর সমান ভোট হওয়ায় লটারীর মাধ্যমে আবুল কাশেম কে বিজয়ী ঘোষণা করা হয়।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ও কোষাধ্যক্ষ পদে তারেক আহমদ বিনা প্রতিদ্বন্ধায় নির্বাচিত হন।
শেয়ার করুন