রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):::
গোলাপগঞ্জ উত্তর আলমপুর-খুলিয়া যুবসংঘ কর্তৃক আয়োজিত ১ম মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ২৩শে জুন, ২০২৩ইং(শুক্রবার) বিকেল ৪ ঘটিকায় উত্তর আলমপুর গ্রামের অস্থায়ী মাঠে উত্তর আলমপুর ফুটবল একাদশ বনাম উজান মেহেরপুর ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বাগলা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী জুবের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেক,ভাদেশ্বর ইউনিয়নের সদস্য মঈন উদ্দিন পাখি,ভাদেশ্বর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল-আমিন আহমদ,নাজিম উদ্দিন, হাফিজ আফছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়নের সাবেক সদস্য বুরহান উদ্দিন,গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আয়েছ আহমদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, সুফিয়ান আহমদ, সমাজসেবক আনা মিয়া, শাহিন আহমদ, তারা মিয়া,বাবুল আহমদ,ছালেহ আহমদ সাকের,জামিল আহমদ, শাহিন আহমদ, কবির আহমদ, চান মিয়া প্রমুখ।
প্রায় ৭ (সাত) শতাধিক দর্শনার্থিদের উপস্থিততে দুটিমের খেলায় উজান মেহেরপুর ফুটবল টিম বিজয়ী হয়েছে। খেলা শেষে উত্তীর্ণ টিমকে পুরষ্কার হাতে তুলে দেন অতিথিবৃন্দ এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দদের সম্মাননা স্বারক সংবর্ধনা প্রদান করা হয়।
শেয়ার করুন