মোঃসরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ
গোলাপগঞ্জ উপজেলার ৯ নং আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মতিন সাহেব কে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) এর একদল বেটেলিয়ান ও গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
পরে বিজিবি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
গার্ড অব অনার প্রধান করেন এবং বাদ আছর
আমনিয়া কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে
যানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) অভিজিত চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: তোতা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : সফিকুর রহমান,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন মিন্টু, মুক্তিযোদ্ধা মুহিব খান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মনজিল আহমদ সাধারণ সম্পাদক আলী হোসেন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
শেয়ার করুন