রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ছাত্রলীগ নেতা রাশেদ আহমদ তারেক।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।
এ সময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেক।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
শেয়ার করুন