রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):::
সিলেটের গোলাপগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেছেন সুদীপ দাশ।
রোববার (২ জুলাই) বিকেলে থানা প্রাঙ্গণে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার,মডেল থানার এস.আই হাফিজ আহমদ,দেলোয়ার হোসেন,পার্থ সারতী দাশ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গোলাপগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন পরিত্রান তালুকদার। তিনি গত ১৯ মার্চ বদলি হন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম)।
শেয়ার করুন