ছাতক প্রতিনিধিঃ
গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামের অন্তরা সিনহা। সে সিলেট নগরীর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করছে। অন্তরা সিনহা ধনিটিলা গ্রামের বাসিন্দা রবীন্দ্র কুমার সিংহ ও অনিতা রানী সিনহার গর্বিত কন্যা এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী যুবনেতা মিলন সিংহের ছোট বোন। অন্তরা সিনহা ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহনে আগ্রহী। সে এ কৃতত্বিপূর্ণ ফলাফলের জন্য পিতা-মাতা ও শিক্ষক মন্ডলীর কাছে কৃতজ্ঞ। অন্তরা সিনহা সকলের আশির্বাদ ও দোয়া প্রার্থী।
শেয়ার করুন