গোয়াইনঘাটের ৪ ইউনিয়নে নির্বাচনী আমেজ, আলোচনায় যাঁরা

সিলেট

ঘোষণার পরপরই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন লাভের আশায় সম্ভাব্য প্রার্থীরা দিনরাত প্রচার-প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি করছেন উঠান বৈঠক। অনেকে আবার এক বছর আগ থেকেই নির্বাচনী প্রচারণা করে আসছেন। এ নির্বাচনে বেশ কয়েকজন আওয়ামী লীগ-বিএনপির নেতারা প্রার্থিতা ঘোষণা করেছেন।

ওই ৪ ইউনিয়নগুলো হলো- পূর্ব জাফলং, মধ্য জাফলং, গোয়াইনঘাট সদর ও পশ্চিম।

এ ৪ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল মুমিন মুন্সি।

মধ্য জাফলং ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান।

পূর্ব জাফলং ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভূইয়া বাবুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি শামসুল আলম।

 

গোয়াইনঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা জাসাসের আহবায়ক কামরুজ্জামান মুকুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন আহমদ প্রমুখ।

তফসিল অনুযায়ী- আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ভোটগ্রহণ ২ নভেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *