গ্রামে গ্রামে ঘুরে বাঁশের তৈরি পন্য সামগ্রী বিক্রি করে সংসার চালায় লাখাইর ফরিদ মিয়ার

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ

লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের আগাপুর গ্রামের মৃত তমাল মিয়ার পুত্র মোঃ ফরিদ মিয়া গ্রামে গ্রামে ঘুরে তার নিজের হাতে তৈরি বাঁশের পন্য খলই,ডোলা,কুলা বিক্রি করে সংসার চালায়। ফরিদ মিয়া বাজার থেকে বাঁশ কিনে তা দিয়ে হরেকরকম গৃহস্থালি পন্য তৈরি করেন।একাজে তা স্ত্রীও তাকে সহযোগিতা করে থাকে। এ পন্য সামগ্রী কাঁধে নিয়ে তা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে থাকে । এতে যে আয় হয় তা দিয়ে কোন রকমে সংসার চালায়। গতকাল লাখাইয়ে তার সাথে আলাপকালে জানান আমি খুবই গরীব।আমার নিজের কোন জমিজমা নেই। কোন সময় দিনমজুরিও করি।আর সারা বছরই কম বেশী বাঁশ বেতের কাজ করে থাকি।এতে আমার প্রতি মাসে গড়ে ৫-৭ হাজার টাকা মতো হয়।আমি,আমার স্ত্রী,এক ছেলে এ ৩ সদস্যের পরিবারে এ আয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচছে। এদিকে দিন দিন বাঁশের দাম বেড়ে যাওয়ায় আগের মতো মুনাফা হয় না।আয় অনেক কমে গেছে। কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ মেটাতে খুবই কষ্ট ভোগ করতে হচ্ছে। চল্লিশোর্ধ্ব ফরিদ মিয়া জানান আমার জমিজমা নেই। গরীব অসহায়। তবুও এখন পর্যন্ত কোন ভাতার সহায়তা পাইনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *