ঘোড়ার দাপটে জুড়ীর ফুলতলায় নৌকার শোচনীয় পরাজয়

মৌলভীবাজার

মৌলভীবাজারে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মাসুক আহমদের (নৌকা প্রতীক) শোচনীয় পরাজয় হয়েছে।

এই ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম (ঘোড়া প্রতীক)।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

বেসরকারীভাবে প্রাপ্ত অনুয়ায়ী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাসুক আহমদ পেয়েছেন ২ হাজার ২১২ ভোট।

তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ১ হাজার ৬৭৫ ভোট।

ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে।

এই ইউনিয়নের নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *