পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৯ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ১০ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১০-দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশবাসীর উদ্দেশে বক্তব্য প্রদান ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। ২৪ তারিখে সরকারি দলের নিজস্ব সম্মেলন থাকায় আমরা সার্বিক বিবেচনায় রাজনীতিতে সহনশীলতা, সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা মহানগরীর গণমিছিলের কর্মসূচি ৩০ ডিসেম্বর নির্ধারণ করি। সরকারি বাধা ও গ্রেফতার সত্ত্বেও ২৪ ডিসেম্বর দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালিত হয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণমিছিলের কর্মসূচি পালিত হবে, ইনশাআল্লাহ।
এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। সহাবস্থানের মনোভাব নিয়ে সরকার এ কর্মসূচি পালনে সহযোগিতা করবেন বলে দেশবাসী আশা করে। সেই সাথে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠুভাবে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহবান জানাচ্ছি।”
শেয়ার করুন