চাতলাঘাট সিএনজি সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে জুনেদ সভাপতি, ইব্রাহিম সাধারণ সম্পাদক নির্বাচিত

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-২৩৫৯ কুলাউড়া উপজেলা শাখার অন্তর্ভুক্ত চাতলাঘাট
সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-২৩৫৯ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি শাহাজান তালুকদার, পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, প্রি-সাইডিং এর দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম।

এতে স্থানীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাসিব, হামিয়ুস সুন্নাহর প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন, নজরুল ইসলাম,ইউপি সদস্য লাল মিয়া, সাবেক সভাপতি আলাউদ্দিন প্রমুখ।

উক্ত নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন, শরীফপুর ইউনিয়নের দায়িত্বে থাকা কুলাউড়া থানার এসআই আতিকুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

এতে মোট ভোটের সংখ্যা ছিলো ৬৮টি এতে কাস্টিং ভোটের সংখ্যা ৬৭টি তন্মধে বাতিল হয়েছে ১টি ভোট।

৩৬টি ভোট পেয়ে ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হোন মুহাম্মদ জুনেদ আহমদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৩০ ভোট। সহ সভাপতি পদে ৩৫টি ভোটে নির্বাচিত হোন হাবিব উল্লাহ, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক মিয়া পেয়েছেন ২৯টি ভোট, সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৪৪টি ভোট পেয়ে ৫ম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম উদ্দিন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ময়নুল পেয়েছেন ২০টি ভোট। সহ সম্পাদক পদে ৩৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনাম উল্লাহ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমান পেয়েছেন ৩১টি ভোট। কোষাধ্যক্ষ পদে ৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ২৬ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *