হবিগনজ প্রতিনিধিঃ
“একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে অত্র হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ০৮/০৩/২০২৩ তারিখ দিবাগত রাত ০১:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০২নং আহম্মদাবাদ ইউপিস্থ গাদিশাল সাকিনে জনৈক ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছ এর পশ্চিম ভিটে মাটির দেয়াল চার চালা টিনের ঘরের ভিতর খাটিয়ার নিচে এবং একই ঘরে গরু রাখার কক্ষ হতে ১) পারভীন আক্তার (৪০), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-মৃত ফুলবানু, স্বামী/স্ত্রী ছাবু মিয়া ওরফে আব্দুল কদ্দুছ, গ্রাম- গাদিশাল, ২) সাধন মুন্ডা (৪০), পিতা-মৃত জয়লাল মুন্ডা, মাতা-দূর্গা মুন্ডা ,স্থায়ী: সাং নালুয়া চা-বাগান (পশ্চিম টিলা), উভয় ০২ নং আহম্মদাবাদ ইউপি, থানা- চুনারুঘাট, জেলা –হবিগঞ্জদ্বয়কে ৪৪(চুয়াল্লিশ) কেজি গাঁজা, যাহার মূল্য অনুঃ ৪,৪০,০০০/-( চার লক্ষ চল্লিশ হাজার) টাকা সহ আটক করা হয়।