
ছাতকে চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আব্দুল আলীম (৩২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব্যস্থায় মৃত্যুবরণ করেছেন।
হাসপাতালে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কামরাঙ্গী গ্রামের রোয়াব আলীর পুত্র।
প্রসঙ্গত, গ্রামে প্রভাব বিস্তার নিয়ে কামরাঙ্গী গ্রামের ছোয়াব আলী ও সাবেক মেম্বার কয়েছ মিয়া পক্ষের মধ্যে গত ১৫ এপ্রিল শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত আব্দুল আলীম ঘটনার এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে। থানা ও আদালতে কয়েকটি মামলাও চলমান রয়েছে।
আব্দুল আলীমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।
শেয়ার করুন


